ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

২৭ ডিসেম্বর : ফেলে আস এই দিনে

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২১, ০৯:০৪

১৯৪৫ - বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫ - আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫ - ঐতিহাসিক মস্কো চুক্তিতে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়।

১৯৪৯ - ইন্দোনেশিয়া গঠিত হয়।

১৯৫৫ - পেইচিং গুয়েণ্ঠিন জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়।

১৯৫৪ - এপ্রিল মাস থেকে এই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়।

১৯৬০ - জাপানের ক্যাবিনেটে জিডিপির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়।

১৯৭১ - মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্মান্তিক বিস্ফোরণে ২৭ মুক্তিযোদ্ধা শহিদ হন।

১৯৭৪ - বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

১৯৭৮ - ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।

১৯৭৮ - চীনের প্রথম কিস্তির ৫০ পণ্ডিত ওয়াশিংটনে পৌঁছান।

১৯৭৯ - সোভিয়েত বাহিনীর আফগানিস্তানে প্রবেশ।

১৯৭৯ - ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়।

১৯৮৫ - ফিলিস্তিনের সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড সৃষ্টি করে। এই হত্যাকাণ্ডে ১৪ জন নিহত আর ১১০ জন আহত হন।

১৯৯৫ - বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।

২০০২ - বিশ্বের দৃষ্টি আকর্ষণকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান পেইচিং মহা-গণভবনে এবং চিয়াংসু আর শানতোং প্রদেশে অনুষ্ঠিত হয়।

জন্ম:

১৫৭১ - জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহান্স কেপলার।

১৭১৭ - পোপ ষষ্ঠ পায়াস।

১৭৯৭ - কবি মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব।

১৮২২ - জীবাণুতত্ত্ববিদ লুই পাস্তর।

১৯২৬ - গীতিকার জেবউন-নেসা জামাল।

১৯৩১ - প্রাবন্ধিক বদরুদ্দীন উমর।

১৯৩৫ - কবি, সাহিত্যিক সৈয়দ শামসুল হক।

১৯৬৫ - জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সালমান খান।

মৃত্যু:

১৫৮৫ - ফরাসি কবি পিয়ের দ্য রঁসা।

১৯১৫ - শিশুসাহিত্যিক ও চিত্রশিল্পী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।

১৯৭৯ - কল্লোল যুগের খ্যাতনামা সাহিত্যিক মনীশ ঘটক।

১৯৮৭ - কথাসাহিত্যিক মনোজ বসু।

১৯৯৬ - আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ বি এম আহ্বাস।

২০০৭ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ