ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৬ ডিসেম্বর : ফেলে আস এই দিনে

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ০৮:৪৮

১৫৩০ - ভারত উপ-মহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মো. বাবর ইন্তেকাল করেন।

১৬২৪ - জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াস মৃত্যুবরণ করেন।

১৭৪৮ - দক্ষিণ নেদারল্যান্ডসের ব্যাপারে চুক্তি করে ফ্রান্স ও অস্ট্রিয়া।

১৭৯১ - ব্রিটিশ গণিতজ্ঞ ও কম্পিউটারের উদ্ভাবক চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন।

১৭৯২ - রাজদ্রোহ ও বিশ্বাসঘাতকতার অভিযোগে ফ্রান্সের শেষ রাজা ষোড়শ লুইয়ের বিচার নিয়ে নির্বাচন শুরু হয়।

১৭৯৩ - গেইসবার্গের যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ার পরাজয়।

১৮০১ - বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন।

১৮০৫ - ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে।

১৮৩১ - সাহিত্যিক, নাট্যকার ও সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মৃত্যুবরণ করেন।

১৮৬১ - সাহিত্যিক মুন্সী মেহের্বল রাহর জন্ম।

১৮৬২ - জাপানি চিত্রশিল্পী কাকুজো ও কাকুরার মৃত্যু।

১৮৮৭ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের জন্ম।

১৮৯৩ - কমিউনিস্ট চীনের নেতা ও প্রতিষ্ঠাতা মাও সেতুং জন্মগ্রহণ করেন।

১৮৯৮ - পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯০৬ - অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দি স্টোরি অব দ্য কেলি গ্যাং প্রথম প্রদর্শিত হয়।

১৯১৩ - কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়।

১৯১৬ - জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন।

১৯১৬ - ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নিবার্চিত হন।

১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন।

১৯৩৮ - চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির জন্মগ্রহণ করেন।

১৯৩৯ - তুরস্কে বড় ধরনের ভূমিকম্প হয়।

১৯৪৩ - কবি মানকুমারী বসুর মৃত্যু।

১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করে।

১৯৫০ - আইরিশ কবি ও ঔপন্যাসিক জেমস স্টিফেনসন মৃত্যুবরণ করেন।

১৯৬২ - চীন-মংগোলিয়া সিমান্ত চুক্তি পেইচিং এ স্বাক্ষরিত হয়।

১৯৬২ - বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ