ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২৪ ডিসেম্বর : ফেলে আসা এই দিনে

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২১, ০৯:১১

৬৫৭ - সাহাবী হজরত হুজাইফা (রা.) ইন্তেকাল করেন।

১২৫৮ - হালাকু খান কর্তৃক আব্বাসীয় খলিফা মোস্তালিমকে হত্যা, আব্বাসীয় রাজত্বের অবসান।

১৫২৪ - পর্তুগিজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা মৃত্যুবরণ করেন।

১৮০১ - ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।

১৮২২ - ইংরেজ কবি ও সমালোচক ম্যাথু আর্নল্ডের জন্ম।

১৮৬৫ - ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লকের মৃত্যু।

১৮৮১ - নোবেলজয়ী স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাসের জন্ম।

১৮৮২ - বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটনের জন্ম।

১৮৮৬ - একাডেমি পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয়-মার্কিন চলচ্চিত্র পরিচালক মাইকেল কার্টিজ জন্মগ্রহণ করেন।

১৮৯১ - পশ্চিম বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্ম।

১৮৯৪ - কলকাতায় প্রথম মেডিকেল সম্মেলন হয়।

১৯০০ - লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৯০১ - বিখ্যাত সোভিয়েত লেখক ফাডেয়েফের জন্ম হয়।

১৯২৪ - ভারতীয় সংগীতশিল্পী মোহাম্মদ রফি জন্মগ্রহণ করেন।

১৯২৬ - বাংলাদেশের রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান জন্মগ্রহণ করেন।

১৯৪৩ - বিখ্যাত বাঙালি গীতিকার অজয় ভট্টাচার্য মৃত্যুবরণ করেন।

১৯৫১ - ইতালির অধীন থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে। রাজা প্রথম ইডিস সিংহাসনে সমাসীন হন।

১৯৫২ - বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী জন্মগ্রহণ করেন।

১৯৫৩ - দৈনিক ইত্তেফাকের প্রথম প্রকাশ।

১৯৫৬ - ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর জন্মগ্রহণ করেন।

১৯৭১ - পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন জন্মগ্রহণ করেন।

১৯৭৩ - রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ।

১৯৮৫ - আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি ফেরহাত আব্বাস মৃত্যুবরণ করেন।

১৯৮৬ - সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।

১৯৯৯ - ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী কৌভে ডেমুরভিল্লে প্যারিসে মারা যান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

১৯৯৯ - ব্রাজিলের চার-তারকাবিশিষ্ট সামরিক জেনারেল ও সাবেক রাষ্ট্রপতি হুয়াঁউ বাতিস্তা দি ওলিভেইরা ফিগেইরেদু মৃত্যুবরণ করেন।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ