ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

২১ ডিসেম্বর : ফেলে আসা এই দিনে

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২১, ০৮:২৬

১৮২৬ - যশোরের পর কলকাতা থেকে অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয়।

১৮৪৯ - প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।

১৮৬২ - ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়।

১৮৬২ - সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং

এক যুদ্ধে শিখরা পরাজিত হয়।

১৮৯৮ - বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯১৩ - সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্বপ্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।

১৯৪৬ - জাপানে ভূমিকম্পে সহস্রাধিক লোক মৃত্যুবরণ করে।

১৯৫২ - উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।

১৯৫৮ - দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৬৪ - ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি.এল.ও গঠিত হয়।

১৯৬৯ - অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।

১৯৭১ - পাকহানাদার বাহিনী মুক্ত হয় নাটোর জেলা।

১৯৮৭ - ম্যানলিয়া জাহাজ ট্যাংকার দুর্ঘটনায় ২ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৮৮ - পাকিস্তানের ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন শুরু।

১৯৯১ - কলম্বোয় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৯৩ - রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন হয়।

জন্ম:

১৯১৭ - হাইনরিশ বোল, নোবেল পুরস্কার বিজয়ী

জার্মান সৈনিক ও লেখক।

১৯১৮- অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইন।

১৯২৮ - লেখক অজয় রায়।

১৯৫৭ - রে রোমান, আমেরিকান অভিনেতা,

প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬৩ - গোবিন্দ, ভারতীয় অভিনেতা, গায়ক ও রাজনীতিবিদ।

মৃত্যু:

১৮০৭ - মানবতাবাদী জন নিউটন।

১৯১৪ - সাহিত্যিক নবীনচন্দ্র দাস।

১৯৬০ - এরিক টেম্পল বেল, মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক

কল্পকাহিনি লেখক।

১৯৬৩ - সালে জ্যাক হবস, ইংরেজ ক্রিকেটার ও সাংবাদিক।

১৯৮২ - প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব।

১৯৮৮ - নিকোলাস টিনবারগেন, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ

বংশোদ্ভূত ইংরেজ ইথলজিস্ট ও পক্ষিবিদ।

২০০৯ - এডুইন গেরহার্ড ক্রেবস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ