ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০ ডিসেম্বর : ফেলে আসা এই দিনে

প্রকাশনার সময়: ২০ ডিসেম্বর ২০২১, ০৮:২৮

আন্তর্জাতিক মানবীয় সংহতি দিবস বিজিবি দিবস

১৭৫৭ - রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।

১৮৩০ - ইংল্যান্ড, ফ্রান্স, প্রুশিয়া, অস্ট্রিয়া, রাশিয়া বেলজিয়ামকে স্বীকৃতি দেয়।

১৯২৫ - বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ স্থাপিত হয়।

১৯৩৯ - রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে।

১৯৪২ - মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।

১৯৫৭ - সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।

১৯৬০ - দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তিফ্রন্ট গঠিত হয়।

১৯৭১ - ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।

১৯৮৮ - প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

জন্ম:

১৮৬৬ - সাংবাদিক ও সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।

১৮৯৪ - অস্ট্রেলিয়ার রবার্ট মেনযিয়েস, অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ১২তম প্রধানমন্ত্রী।

১৯০৫ - উইলিয়াম যোসেফ বিল ও’রিলি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯১৫ - আজিজ নেসিন, তুর্কি লেখক ও কবি।

১৯৩১ - বদরুদ্দীন উমর, বাংলাদেশের মার্কসবাদী-লেনিনবাদী লেখক।

১৯৯০ - জোজো, আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।

মৃত্যু:

১৯১৫ - উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, শিশুসাহিত্যিক, চিত্রশিল্পী ও বাংলা মুদ্রণের পথিকৃৎ।

১৯২৯ - এমিলি লউবেট, ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।

১৯৫৪ - জেমস হিলটন, ইংরেজ আমেরিকান লেখক।

১৯৯১ - সিমন ব্যাক, তিনি ছিলেন ফরাসি শেফ ও লেখক।

১৯৯০ - সংগীতশিল্পী মাহমুদুন্নবী।

২০১৩ - সৈয়দা জোহরা তাজউদ্দীন।

২০১৪ - মাকসুদুল আলম বাংলাদেশি জিনতত্ত্ববিদ, পেঁপে, রাবার, পাট ও ছত্রাক জিনোম উদ্ভাবক।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ