ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

২০ নভেম্বর : ফেলে আসা এই দিনে

প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২১, ০৮:৩০

১৮১৫ - ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষর। ১৮১৮ - ভেনিজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৭ - ইউক্রেনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়।

১৯৪০ - হাঙ্গেরি ত্রিদলীয় চুক্তি স্বাক্ষরকারী হিসেবে আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তির অন্তর্ভুক্ত হয়।

১৯৪৫ - ন্যুরেমবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার শুরু।

১৯৬২ - সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয়।

জন্ম:

১৭৫০ - বীরযোদ্ধা টিপু সুলতান।

১৮৩৭ - লিউনি ওয়াটার ম্যান, ফাউন্টেন পেন বা ঝরনা কলমের আবিষ্কারক মার্কিন বিজ্ঞানী।

১৮৫৮ - সেলমা লাগেরল্যোফ, নোবেলজয়ী সুইডিশ লেখিকা।

১৮৮৯ - এডউইন হাবল, মার্কিন জ্যোতির্বিদ।

১৯২৩ - নাদিন গার্ডিমার, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী সাহিত্যিক।

১৯৬৩ - টিমোথি গাওয়ারস, ফিল্ডস মেডাল বিজয়ী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক।

মৃত্যু:

১৯১০ - লিও তলস্তয়, একজন খ্যাতিমান রুশ লেখক।

১৯৮৪ - কবি ফয়েজ আহমদ।

১৯৯৯ - আমিন্তোরে ফান্ফানি, ইতালিয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৯৯ - সুফিয়া কামাল, বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখক ও নারীবাদী।

২০১০ - মীর শওকত আলী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ