বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

১০ নভেম্বর : ফেলে আসা এই দিনে

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২১, ০৮:০৫

নূর হোসেন দিবস ১৯৮৬ - বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।

১৯৮৯ - পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেয়া হয়।

১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশ বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।

জন্ম:

১৯১৮ - আর্নস্ট অটো ফিশার, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৩৬ - পল পোস্টাল, একজন মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৪২ - রবার্ট এঙ্গেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৪ - জয় গোস্বামী, একজন প্রখ্যাত বাঙালি কবি ও সাহিত্যিক।

১৯৬০ - নিল গাইমান, ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার।

১৯৮৫ - আফতাব আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ও ডানহাতি স্লো মিডিয়াম পেস বোলার।

১৯৯২ - ওয়িলফ্রিয়েড যাহা, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:

১৯০৯ - জর্জ এসেক্স ইভান্স, অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ।

১৯১৭ - হ্যারি ট্রট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩৮ - কামাল আতাতুর্ক (মোস্তফা কামাল পাশা), তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।

১৯৬৪ - জিম্মি ডড, আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৮৩ - আ. ক. ম. মুজতবা, বাংলাদেশি সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক।

১৯৮৭ - নূর হোসেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী।

১৮৯১ - ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবো।

২০০৮ - মিরিয়াম মাকেবা, দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজকর্মী।

২০১২ - মারিয়ান লাইনস, ইংরেজ অভিনেত্রী, লেখক ও সুরকার।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ