ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বইমেলায় আসছে রাব্বির ‘স্মৃতির রুমাল’

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ১৮:৪৪

জনপ্রিয় বই প্রকাশনী ‘ঘাসফুল’ -এর সাথে চুক্তিবদ্ধ হলেন তরুণ সাংবাদিক রাব্বি হোসেন। ঘাসফুল প্রকাশনী থেকে আগামী একুশে গ্রন্থমেলায় প্রকাশ করা রাব্বি হোসেনের প্রথম উপন্যাস ‘স্মৃতির রুমাল’। প্রথম উপন্যাস নিয়ে বেশ আশাবাদী তিনি।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঝিগাতলায় একটি কফি হাউজে ঘাসফুল প্রকাশনীর সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন রাব্বি হোসেন। চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঘাসফুল প্রকাশনীর প্রকাশক মাহাদী আনাম, ঘাসফুল প্রকাশনীর কর্ণধার আদিবা নুসরাত ও তরুণ লেখক মানজুলুল হক।

প্রথম উপন্যাস ‘স্মৃতির রুমাল’ নিয়ে রাব্বি হোসেন বলেন, আমি নিজেকে গল্পের মানুষ মনে করি। লিখতে পছন্দ করি। মানুষের জন্য লিখি, নিজের জন্য লিখি। ‘স্মৃতির রুমাল’ উপন্যাস আমার লেখা প্রথম উপন্যাস। আমি অনেক আশাবাদী বইটি নিয়ে। ইনশাআল্লাহ পাঠকপ্রিয় হবে বইটি। শুভাকাঙ্খীদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী। শুধু বই নয় আমার সব কিছুর অনুপ্রেরণা হলো আমার পরিবার আমার মা-বাবা।

তিনি আরো বলেন, ঘাসফুল প্রকাশনীর প্রকাশক মাহাদী আনাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ বইটি প্রকাশের সুযোগ দেয়ার জন্য। সেই সাথে তরুণ লেখক মানজুলুল হক ভাইকেও যিনি আমাকে সব সময় অনুপ্রেরণা দেন।

উল্লেখ্য, রাব্বি হোসেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকায় প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন। তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য। এ ছাড়া সামাজিক ও স্বেচ্ছাসেবক কাজেও রাব্বি হোসেন অত্যন্ত সরব ভূমিকা পালন করেন।

নয়া শতাব্দী/এসএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ