ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

‘গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২১’ পাচ্ছেন তিন গুণী

প্রকাশনার সময়: ০৮ নভেম্বর ২০২১, ১৫:৩৯

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিনব্যাপী বিশেষ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। আগামী ১৯ ও ২০ নভেম্বর শুক্র ও শনিবার উত্তরার ক্ষুদ্র ও কুটির শিল্প মিলনায়তনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর বিকাল ৫-৩০ মিনিটে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মো: আতিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো: সিদ্দিকুর রহমান।

গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে এবার দেশের বরেণ্য তিন গুণী ব্যক্তিত্ব বিশেষ সম্মাননা পাচ্ছেন। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হচ্ছে। এবার এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে মঞ্চসারথী আতাউর রহমান, লেখক ও গবেষক মুনতাসীর মামুন ও চিত্রশিল্পী অধ্যাপক ড. দিলারা জামানকে। উৎসবের প্রথম দিন এই তিন গুণীকে ‘গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২১’ প্রদান করা হবে।

দুইদিনব্যাপী উৎসবের সমাপনী দিন ২০ নভেম্বর শনিবার কৃতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক স্বীকৃতি পত্র প্রদান করা হবে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি। দুদিনের উৎসবে গীতাঞ্জলির শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার রয়েছে শিশু চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনী ‘সকাল বেলার পাখি।’ গীতাঞ্জলির এবারের আয়োজনে সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পোশাক স্পন্সর করেছে ‘সাতকাহন’।

প্রসঙ্গত ২০০৪ সালে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক প্রবর্তীত গীতাঞ্জলি সম্মাননা পদক যে সকল দেশেবরেণ্য ব্যক্তিরা গ্রহণ করেছেন তাঁরা হলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক ড. জিল্লুর রহমান সিদ্দিকী, কবি অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদ, সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক, জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, রবীন্দ্র গবেষক আহমদ রফিক, ভাষা সৈনিক আবদুল মতিন, শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরী, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সজ্ঞীতজ্ঞ সূধীন দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, চিত্রশিল্পী হাসেম খান, লেখক রাবেয়া খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, শিল্পী রফিকুন্নবী, নাট্যকার বেগম মমতাজ হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতানা কামাল, শিল্পী মুস্তাফা মনোয়ার, চলচ্চিত্র ব্যক্তিত্ব সুভাষ দত্ত, নাট্যকার ইমদাদুল হক মিলন, শিল্পী মুর্তজা বশির, কবি নির্মলেন্দু গুণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, কবি নূরুল হুদা, শিল্পী মনিরুল ইসলাম, নাট্যাভিনেত্রী ফেরদৌসি মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও কবি কামাল চৌধুরী।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ