ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কষ্টের প্রহর

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৫, ২১:৫৮ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ২২:০৪

মাকে ছাড়া এক মূহূর্ত ও থাকতেই পারি না,

আপন বলে মাকে বিনে কাউকেই জানি না।

সদা এখন মায়ের জন্য কাঁদে যে আমার মন,

মায়ের মত এই জীবনে নেই যে আপনজন।

স্বার্থ পেলেই ভালবাসে অন্য যে কিছুক্ষণ,

মা জননী ভালবাসে কভূ মায়ায় সারাক্ষণ।

অসুখ হলে মায়ের মুখে ফোটে না আর হাসি,

কেঁদে বেড়ায় মা যে আমার আড়ালে গিয়ে বসি।

আসে যদি আমার কাজে কোথাও একটু জয়,

সবার আগে মায়ের মুখেই হাসি যে ফুটে রয়।

মাকে ছাড়া থাকতে একা পারি না আজ দূরে,

ইচ্ছে করে ছুটে গো চলি পাখি হয়েই উড়ে।

কোন কাজেই মন বসে না থাকি একা যে বসে,

শূণ্যতা মোর কাছে এসে আঘাত হানে গা কষে।

সুদূরে আজ মন বসে না ভাবি যে মায়ের কথা,

মাকে নিয়ে অনেক আশা এই হৃদয়েই গাঁথা।

ঘরে ফিরে পাই না আমি একটু মায়ের আদর,

কাছে যদি থাকতো মায়ে করতাম সদা কদর।

কত আশা মাকে নিয়েই থাকব তারে পাশে,

সেবা করতে চাই আমি থেকে মায়ের কাছে।

লেখক- মো. আরিফুর রহমান (আমিন)

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ