ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গণগ্রন্থাগার অধিদফতরের তালিকাভুক্ত হলো সিদ্দিক স্মৃতি পাঠাগার

প্রকাশনার সময়: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:২৩

কিশোরগঞ্জ জেলার প্রাণকেন্দ্র, গাইটাল শিক্ষকপল্লী এলাকায় অবস্থিত সিদ্দিক স্মৃতি পাঠাগারকে গণগ্রন্থাগার অধিদফতরের তালিকাভুক্তিকরণ সনদ প্রদান করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) এই সনদ প্রদান করা হয়।

সনদ প্রদান করেন, জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক আজিজুল হক সুমন।

সিদ্দিক স্মৃতি পাঠাগার-এর পক্ষ থেকে সনদ গ্রহণ করেন, পাঠাগারের সভাপতি ডা. মাহফুজা সুলতানা রোমা।

এই সময় সিদ্দিক স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে আর উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, বাদশা ভূইয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আবদুর রহমান ভূইয়া বাবুল এবং সিদ্দিক স্মৃতি পাঠাগার-এর জুনিয়র সদস্য বিভাবরী ফ্লাগুন তিয়ান।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ