বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয়ের কবিতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে। এ ছাড়া অনুষ্ঠানে লেখকদের বই প্রকাশের গল্প বলার সুযোগও থাকবে বলে জানা গেছে।
শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানী ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বিকেল ৩টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে। এরমধ্যে অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও ফোরামের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুরস্কারভিত্তিক ‘বিজয়ের স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। ফোরামের ফেসবুক পেজে প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মও জানিয়ে দেওয়া হয়েছে।
■ বিকেল ৩টায় কবিতা পাঠ প্রতিযোগিতা শুরু হবে। যথাসময়ে এসে নাম নিবন্ধন করতে হবে।
■ বিজয় ও স্বাধীনতার উপর স্বরচিত ছড়া-কবিতা হতে হবে।
■ কবিতা এ-ফোর সাইজের কাগজে লিখে অথবা কম্পোজ করে জমা দিতে হবে।
■ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।জানা যায়, ‘তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম প্রথমবারের মতো ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৩’ প্রদানের জন্য ফোরাম সদস্যদের কাছে চার মাস (গত আগস্ট ২০২৩) আগে বই আহ্বান করেছে। এতে ২০২১-২২ সালে প্রকাশিত গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ছড়া, কবিতা, প্রবন্ধ, আলোচনা, গবেষণা, জীবনী, ইতিহাস, অনুবাদ, সংকলন ও কুরআন-হাদিসের যেকোনো বই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে বলে ঘোষণা দেয় ফোরাম।’
ফোরামের ফেসবুক পেজ বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’ থেকে ঘোষণায় জানানো হয়, প্রতিযোগিতায় শুধু বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যরা অংশ নিতে পারবেন। ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিযোগিতার বাইরে থাকবেন।
এ ছাড়া ফোরামের সদস্যদের থেকে যারা সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত, তাদের মধ্য থেকে ৩ জনকে ‘সেরা প্রতিবেদন সম্মাননা ২০২৩’ প্রদান করা হবে এবং এর জন্য ২০২১-২২ সালের মধ্যে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত ৩টি ফিচার/প্রতিবেদনের প্রিন্ট কপি (প্রামাণ্য অনুলিপি) পাঠাতে হবে।’
ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ, লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৩-এ আমরা ভালো সাড়া পেয়েছি। গ্রন্থ সম্মাননার জন্য সদস্যদের পাঠানো বইগুলোর বিচারকার্য পরিচালনায় ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক ও কলামিস্ট মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের যুগ্ম বার্তা সম্পাদক ও ফোরাম সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর।’
তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে এবং বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা এভাবে ইসলামী লেখক ফোরামের পাশে থাকবেন বলে আশা করছি।’
প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ইতোমধ্যে সারাদেশের প্রায় সাড়ে চারশ লেখক এই সংগঠনের সদস্য হয়েছেন। আবেদন করেছেন আরও দুই শতাধিক লেখক। বিভিন্ন কার্যক্রম দ্বারা ইসলামী লেখক ফোরাম ইতোমধ্যে সর্বশ্রেণির লেখকদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ