ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জয়পুরহাটে বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরি উদ্বোধন

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২৩, ২১:০৬

জয়পুরহাটে বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরির উদ্বোধন এবং কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে শহরের ধানমন্ডি এলাকায় এর উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি।

এ সময় বঙ্গশ্রী সাহিত্য সংস্কৃতি ও লাইব্রেরির আয়োজনে আলোচনা সভা ও কবিতা উৎসবে সংগঠনের সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিকের প্রধান অতিথির বক্তব্য দেন ভারতের পশ্চিম বঙ্গের বালুরঘাট জেলার সমাজ সেবক, মানবাধিকার কর্মী কবি সূরজ দাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা গণ গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামান, ভারতের পশ্চিম বঙ্গে বালুরঘাটের নৃত্য শিল্পী শুভঙ্কর রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি ও সাংবাদিক মাজেদ রহমান, সাংবাদিক আ. আলীম, রানা প্রমুখ।

অনুষ্ঠানে কবি সূরজ দাসসহ সংগঠনের আবৃত্তিকারকরা কবিতা আবৃত্তি করেন। লাইব্রেরিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাধারণ পাঠকের জন্য খোলা থাকবে বলে জানানো হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ