সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

শুরু হলো আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসব

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৩, ১৬:৫৮

আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসব শুরু হয়েছে। পদক্ষেপ বাংলাদেশের উদ্যোগে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফয়া কামাল মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠাটির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মঞ্চসারথি আতাউর রহমান। উৎসবে অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ছিল মুক্তধারা সাংস্কৃতি চর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি কেন্দ্র, স্বরকল্পন আবৃত্তিচক্র, ঢাকা স্বরকল্পন, শিল্পবৃত্ত, ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি, আবৃত্তি একাডেমি, সংবৃতা ও চারুপাঠ।

উৎসবে উপস্থিত অতিথিরা বাংলাদেশের উন্নয়নে মৎস্যসম্পদ এবং পর্যটনশিল্পের গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এ দুটি খাতের ভূমিকা রয়েছে বলেও জানান তারা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ