ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ভালোবাসা এক অদ্ভুত বিস্ময়!

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭

কত আর প্রকৃতির নীরবতা দেখে কাটবে দিনরাত

কত আর সংকোচে কাটবে আগ্নেয়গিরির জীবন

আর তুমি কাটাবে হিম রাত, হিমালয়ের নিস্তব্দ শীতলতায়

অথচ পৃথিবী যে কাঁদে নিরন্তর

চারু উর্বরতার ক্ষুধা-তৃষ্ণায়!

এভাবেই হয়তো

পৃথিবী আর প্রকৃতির নীরব দোলাচলে

ধুয়ে মুছে যাবে তোমার আমার অস্তিত্ব,

বিপর্যয় নেমে আসবে চারু উর্বরতায়।

কতদিন আর

হিমালয় নিথর হয়ে থাকবে

কতদিন চলবে সূর্যের ওঠা নামা

একদিন ঠিকই

হিমালয় গলে জল গড়াবে,

ভেসে যাবে রাতের উত্তাপে, সূর্যগ্রাসে

ভিসুভিয়াস উগড়ে দেবে ফুটন্ত লাভা!

একদিন ঠিকই

ধূধূ উপত্যকায় উঠবে অশান্ত ধূলিঝড়

সাগর সুনামিও পরিস্কার করে দেবে

তার বুকে জমে থাকা চাঁপা জঞ্জাল

চাঁদ ভাসাবে জ্যোৎস্নার বন্যায়

ভালোবাসার চারু উর্বরতায় পৃথিবী ভরে যাবে

সোনালি সম্ভাবনায়।

এ কেমন জীবন এখন!

এ কোন অমাবস্যা ভর করে আছে চারিদিক পৃথিবীর!

উর্বরতার জন্যইতো প্রকৃতির যত লয়, ক্ষয়,

এত বিসর্জন!

মাটি, অরণ্যের এত ব্যাকুলতা!

এত জল, এত বর্ষণ!

একদিন হয়তো

কেটে যাবে পৃথিবী আর প্রকৃতির এ নীরব দোলাচল

চারিদিকে জেগে উঠবে শুধু

সবুজের চত্বর; সোনালি শীষের সম্ভার

প্রকৃতির অবারিত ভালবাসায়!

তারপর না হয়

হোক যত লয় যত ক্ষয় পৃথিবীর,

সেদিনই জাগবে নতুন এক পৃথিবী

অনন্ত সম্ভাবনায়।

ভালোবাসা দিয়ে যে পৃথিবীর হয়েছিল শুরু

ব্যাপ্তি ছিল তা চারু উর্বরতায়

লয় যে হবে তার

সেও,

ভালোবাসার তোলপাড় পূর্ণতায়

ভালবাসা সে যে এক,

অদ্ভুত বিস্ময়!

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ