ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তাড়াশে কবি আব্দুল হামিদের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশনার সময়: ২৪ আগস্ট ২০২৩, ১৫:৩৫

বঙ্গাব্দ সংস্কারক ও ঐতিহাসিক চলনবিলের ইতিকথা গ্রন্থের লেখক সরদার মোহাম্মদ আবদুল হামিদ এর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে তাড়াশ প্রেসক্লাবের উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, সাবেক সভাপতি প্রভাষক সনাতন দাশ, সাবেক সহ-সভাপতি সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক শামিউল হক শামীম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তাড়াশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাহেদ খান জয়, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, সদস্য রেজাউল করিম ঝন্টু, মৃণাল সরকার মিলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ম.ম জর্জিয়াস মিলনসহ অনেকে।

উল্লেখ্য, বহু গ্রন্থ্যের রচয়িতা সরদার মোহাম্মদ আবদুল হামিদের উল্লেখযোগ্য রচনা সমগ্রহের মধ্যে ১৯৬৭ সালে প্রকাশিত রসায়নের তেলেসমাতি, চলনবিলের পূর্ণাঙ্গ ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘চলনবিলের ইতিকথা’ তার সেরা গবেষণামূলক গ্রন্থ। এ ছাড়া ‘বঙ্গাব্দ সমাচার’, ‘দেখে এলাম অস্ট্রেলিয়া, ‘পাশ্চাত্যের বৈশিষ্ট্য’, ‘জ্ঞানের মশাল’, ‘চলনবিলের লোকসাহিত্য’, ‘কর্মবীর সেরাজুল হক’, ‘আমাদের গ্রাম’, ‘শিক্ষার মশালবাহী রবিউল করিম’, ‘পল্লী কবি কারামত আলী’ উল্লেখযোগ্য।

২০০৬ সালের ২৪ আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান সরদার মোহাম্মদ আবদুল হামিদ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ