রাষ্ট্রীয় পদক ও জাতীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব ও দলীয় পরিচয় মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
তিনি বলেন, ‘এতে গুণীজনেরা অসম্মানিত হয়। এক্ষেত্রে দলীয় বা রাজনৈতিক পরিচয়ের উর্ধে যোগ্য ব্যক্তিকে উপযুক্ত পদক প্রদান করা উচিত।’
শনিবার (১৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ১৬২তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে বাংলা তিনি এসব কথা বলেন।
প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সেলিনা হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথ তাঁর সমস্ত সৃষ্টির মধ্যে অসাম্প্রয়িক ও অহিংস সমাজ গঠনের কথা বলেছেন। বর্তমানে আমাদের সংস্কৃতি ও রাজনীতিতে যে হিংসা-বিদ্বেষ ও বিভাজন রয়েছে তা দূর হওয়া প্রয়োজন। সংস্কৃতিচর্চার ক্ষেত্রে সংস্কৃতি কর্মীদের অবশ্যই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থাকা আবশ্যক। গত বইমেলায় রবীন্দ্রনাথের ভাস্কর্য নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা অন্ত্যন্ত দুঃখজনক। এ ব্যপারে আরও সতর্ক থাকার প্রয়োজন ছিল। সরকারিভাবে রবীন্দ্রচর্চার প্রচার ও প্রসার যথাযথ হচ্ছে বলে মনে হয় না।’
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘রবীন্দ্রনাথের নানা কাব্য ও সংগীত বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। তার লেখনিতে ছিল মানবতার জয়গান। তিনি মানুষকে নিয়ে আরাধনা করতেন। ধর্ম নিয়ে কখনোই তিনি বাড়াবাড়ি করতেন না। রবীন্দ্রনাথ ছিলেন শান্তির পক্ষে এক অতুলনীয় শক্তি।’
‘রবীন্দ্রনাথ গদ্য ও কবিতার চেয়ে সংগীতে বেশি জনপ্রিয়’ শীর্ষক ছায়া সংসদে ইডেন মহিলা কলেজের বিতার্কিকদের পরাজিত করে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, প্রানের বাংলা সম্পাদক আবিদা নাসরিন কলি, সাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী, কবি জাহানারা পারভিন এবং সঙ্গীত পরিচালক তানভীর তারেক। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ