১৯৭৩ - বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু।
১৯৮২ - মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১০ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯৪ - বিক্ষুব্ধ সেনারা রুয়ান্ডার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং ১১ জন বেলজীয় জাতিসংঘ সেনাকে হত্যা করে।
১৯৯৫ - উপমহাদেশের ইতিহাসে বৃহত্তম চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় ভারতের মহারাষ্ট্রে দুই কংগ্রেস দলীয় এমপি পণ্ডিত সাপকালে ও সঞ্চয় পাওয়ারকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।
জন্ম
১৭৭০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজ কবি।
১৭৭২ - শার্ল ফুরিয়ে, ফরাসি কল্পবাদী সমাজতন্ত্রী।
১৮৮৯ - গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, ল্যাটিন আমেরিকার প্রসিদ্ধ কবি ও লেখক।
১৮৯৫ - জার্মান অভিনেত্রী মারগারেটে শন।
১৮৯৭ - তুলসী লাহিড়ী, নাট্যকার, অভিনেতা, সুরকার, বাংলা ছায়াছবির জনপ্রিয় চিত্রনাট্যকার।
১৯১১ - ফরাসি লেখক হেরভে বাযিন।
১৯১৫ - পঙ্কজ দত্ত, বাঙালি চলচ্চিত্র সাংবাদিক।
১৯২০ - রবি শংকর, প্রখ্যাত সঙ্গীতজ্ঞ।
১৯২৮ - অ্যালান জে পাকুলা, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৩৯ - ফ্রান্সিস ফোর্ড কপোলা, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৩৯ - বিখ্যাত ইংরেজ সাংবাদিক, লেখক, গণমাধ্যম ব্যক্তিত্ব ডেভিড প্যারাডাইন ফ্রস্ট।
SELECT id,hl2,news.cat_id,parent_cat_id,server_img,tmp_photo,entry_time,hits FROM news_2023 AS news
INNER JOIN news_hits_counter AS nh
ON news.id=nh.news_id
WHERE
entry_time >= "2025-01-10 12:20"
ORDER BY hits DESC,id DESC
LIMIT 20