ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

সালাত পড়ো 

প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৩, ১৬:১২

সালাত পড়ো ধীরে ধীরে

বিনয় দিয়ে নত শিরে

নয়তো উদাসীন

মনের মাঝে রবের ভয়ের

বাড়াও সে একিন।

মনে ভয় আর আশা রেখে

নিয়ম মত সতর ঢেকে,

রবের প্রতি রাখবে হৃদে-

ভক্তি সীমাহীন।

তারতীব মেনে সুরা-ক্বিরাত

সহীহ করে পড়ো

সালাত দিয়ে রবের সাথে-

ভালোবাসা গড়ো।

অবসাদে সকাল সাঝে

থাকবে না আর আধার মাঝে,

তুমি দীশাহীন

প্রভুর দিদার পেয়ে হবে

বিশুদ্ধ মোমিন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ