ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশনার সময়: ৩১ মার্চ ২০২৩, ০৭:৫২

আজ ৩১ মার্চ ২০২৩, শুক্রবার। এই দিনে বিশ্বে ঘটে গেছে নানা ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

  • ১৭১৩: ইউট্র্যাক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
  • ১৭২৭: ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু।
  • ১৭৭৪: কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলের পদ সৃষ্টি করা হয়।
  • ১৮০৭: খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ-ভারতীয় জাহাজ পানিতে ভাসানো হয়।
  • ১৮২৪: প্রথম ভারতীয় টাঁকশালের ভিত্তিপ্রস্তর স্থাপন।
  • ১৮৮২: কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু।
  • ১৮৮৯: প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন।
  • ১৯২১: মঙ্গোলিয়ার স্বাধীনতা ঘোষণা।
  • ১৯৫৪: জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েত মীন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী দিয়েন বিয়েন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে।
  • ১৯৬৬: সাবেক সোভিয়েত ইউনিয়ন লুন টেন নামের প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে।
  • ১৯৭৯: আরব লিগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্যপদ নাকচ করে দেয়।
  • ১৯৭৯: ইংল্যান্ডের রক্ষণশীল দলের এমপি এয়ারি নিভ কমন্সসভার বাইরে নিজ মোটরগাড়িতে বোমা বিস্ফোরণে প্রাণ হারান।
  • ১৯৯১: মধ্যরাতে ওয়ারশ জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়।

জন্ম

  • ১৫৯৬: রেনে দেকার্ত, ফরাসি দার্শনিক ও আধুনিক দর্শনের জনক, গণিতজ্ঞ, বিজ্ঞানী।
  • ১৯১৪: অক্তাবিও পাজ, সাহিত্যে নোবেলজয়ী (১৯৯০) ম্যাক্সিকান কবি।

মৃত্যু

  • ১৬৩১: জন ডান, ইংরেজ কবি।
  • ১৬৬৩: মোগল সেনাপতি মীর জুমলা।
  • ১৭২৭: প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক আইজাক নিউটন।
  • ১৯১৭: এমিল ফন বেরিং, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী।
  • ১৯৭১: সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের।
  • ১৯৯১: শিল্পপতি এ কে খান।
  • ২০১৩: ছোটদের বাংলা গানের যশস্বী কণ্ঠশিল্পী সনৎ সিংহ।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ