ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘‘মানবতা’’

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২২, ১৯:২১

পথের ধারে রহিয়াছে পড়ি মানব নামের প্রাণী, পরিচয় কিবা তাহার কিবা নাম জানি?

অট্টালিকার তলে লুটিয়ে আছে জীর্ণ খালি গায়ে,

সভ্য মানব চলিতে ফিরিতে মাড়ায় পায়ে পায়ে।

কাতর বেলা তাহারে জঞ্জাল ভাবিয়া ছুড়িয়ে দেও ডাস্টবিনে,

কেবা জানে তাহারও থাকিতে ইচ্ছে হয়, অট্টালিকা বা সজ্জা রূপ ক্যাবিনে।

বৃত্ত শূন্য মরিলে কি আর বিয়োজন কভু মিলে?

কার কিইবা আসে যাবে পথের মানুষ মরে গেলে।!

মানব-বাদির শিঁখরে চড়িয়া যারা বাইছো সমাজ ধারা, খোঁজ নিয়েছো পাশের ঘরে অনাহারে আছে যারা?

রোজ গেলে রান্না করো স্বজনপ্রীতি ভোজ, নিজের পেট উঠিলে ভরি কে নেবে আর খোঁজ?

মানবতা আজ পড়িলো ঢাকা দম্ভ অহংকারে, শূন্য বৃত্ত কভু ভাঙবেনা সিঁড়ি হাঁটবে দ্বারে দ্বারে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ