সবার অবিশ্বাসের পাত্র আমি
বুকে আমার কষ্ট,
বলতে পারিস কি কারণে
জীবন আমার নষ্ট?
ছোট্ট বেলায় হারিয়েছি স্বজন
বিধির খেলার ছলে,
সেই থেকেই অনাথ নামটি
পরেছি আমার গলে।মায়ের মুখটি আজও মনে পড়ে
বাবা কে জানা নাই,
তাইতো আমায় দেয়নি কেহ
কারো ঘরে ঠাঁই।
আমি আজ অনাথ ছেলে
থাকি গাছের তলে,
অনেকেই আবার আদর করে
টোকাই ছেলে বলে।মাঝে মধ্যেই মনে প্রাশ্ন জাগে
কেনো আমি টোকাই?
সবার জীবন নয়তো এমন
হয়তো কারোর ধোকাই!
আমি টোকাই এটাই সত্য
কি হবে আর ভেবে?
যদি ভাবনার পিছে ছুঁটতে যাই
তবে জীবন যাবে থেমে।রোজকের মতো পথে নামতে হবে
একটি ঝোলা নিয়ে,
ছেঁড়া জামা আর খালি পায়ে
চলতে ফুটপাত দিয়ে।
চলার পথে হোঁচট খেয়ে
যদি পড়ি কারো গায়ে,
ইচ্ছে মতো পেটায় মানুষ
যতোই ধরি পায়ে।
সাজসজ্জা দোকান দেখে
থাকি যখন দাঁড়িয়ে,
মহাজন তখন তেড়ে আসে
দেয় আমায় তাড়িয়ে।তোমাদের মতোই ঘরে জন্ম আমার
তবুও আমি টোকাই,
সব কিছু থেকে বঞ্চিত আমি
তোমাদের কারোর ধোঁকাই।
কে গড়িলো এই সভ্য সমাজ
ভদ্র মানুষ দিয়ে?
যে মানুষেরা করে খেলা
হাজার টোকাইয়ের জীবন নিয়ে।
টোকাই বলে আজ করছো হেলা
দাও নর্দমায় ফেলে!
আফসোস করবে কে এমন আছো?
একটা টোকাই গেলে মরে!মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ