ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সন্ধ্যায় শিল্পকলায় পঙ্​ক্তির ‘কবিতায় কথা’

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২২, ১৪:৩৭

আবৃত্তি সংগঠন ‘পঙ্​ক্তি’র আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আবৃত্তিসন্ধ্যা ‘কবিতায় কথা’র পঞ্চম আসর।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় একাডেমির স্টুডিও থিয়েটার হলে এই আসর অনুষ্ঠিত হবে।

এবারের আসরে কবিতা কথায় আবৃত্তি করবেন পঙ্​ক্তির আবৃত্তিশিল্পী সালমা শবনম, সায়মা শ্রাবণী এবং আমন্ত্রিত অতিথি আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম।

পঙ্​ক্তির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য নাজনীন নাজ জানান, ‘কবিতায় কথা’ অনুষ্ঠানকে আমরা সাংগঠনিক সাঁকো হিসেবে দেখতে চাই। এই অনুষ্ঠান অগ্রজ-অনুজ আবৃত্তিশিল্পীদের জন্য এক ধরনের মিলনমেলা। তিনি বলেন, ‘কবিতায় কথা’র প্রতি আসরে আমরা ঢাকা অথবা ঢাকার বাইরের একজন আবৃত্তিশিল্পীকে আমন্ত্রণ জানাব।

এ ছাড়া মূল অনুষ্ঠানের আগে সন্ধ্যা ৬টায় একই মঞ্চে পরিবেশিত হবে পঙ্​ক্তির অন্য সদস্যদের পরিবেশনা 'বিজয়ের ক্যানভাসে ভালোবাসা'।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ