ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

স্বামী বশ করা শেখানোই শিক্ষিকার পেশা (ভিডিও)

প্রকাশনার সময়: ০৭ অক্টোবর ২০২২, ২১:৪১

নারীরা কিভাবে জীবন চালাবেন, কিভাবে দৈনন্দিন কর্মে সাফল্য পাবেন এই ধরনের ক্লাস নেন অস্ট্রেলিয়ার মার্গারিটা। স্বঘোষিত ‘জীবনশৈলী শিক্ষিকা’ আরও একটি প্রশিক্ষণ দেন। নারীরা কিভাবে তার স্বামীকে বশে রাখবেন সেটা শেখান তিনি। কীভাবে স্বামীকে নিজের বশে রাখা যায়, নারীদের তারই পরামর্শ দেন ৩৪ বছর বয়সি মার্গারিটা নাজারেঙ্কো। অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দা মার্গারিটা চালান নিজস্ব ব্লগ ও ইনস্টাগ্রাম চ্যানেলও।

মার্গারিটা নাজারেঙ্কো মনে করেন, স্বামীকে নিজের বশে রাখা দোষের কিছু নয়। সব নারীরই এ শিক্ষা থাকা প্রয়োজন। আর তাই এ বিষয়ে বিভিন্ন কোর্স রয়েছে তার। যা তিনি নারীদের শিখিয়ে থাকেন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনেও এ বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে মার্গারিটা বলেন, আসলে স্বামীকে তখনই বশে রাখা যায়, যখন কোনো নারী তার ব্যক্তিত্বে প্রকৃত নারীত্ব ফুটিয়ে তুলতে পারেন। আর সেই নারীত্বের বিকাশের মধ্যেই লুকিয়ে রয়েছে পুরুষসঙ্গীকে নিয়ন্ত্রণ করার মূল মন্ত্র। গোটা বিষয়টি বোঝাতে তিনি নারীর ধরনকে তিনটি প্রাণীর স্বভাবের সঙ্গে তুলনা করেছেন। প্রথম প্রাণীটি হল হরিণ, এটি চঞ্চল নারীচরিত্রের প্রতীক। দ্বিতীয় প্রাণী গাভী, যা ঘরোয়া কাজকর্ম করতে পছন্দ করা নারীর প্রতীক। আর তৃতীয় প্রাণীটি হলো ঘোটকী। যে নারীরা ঘর আর বাইরে সমান পারদর্শী ও কর্মঠ, তাদের প্রতীক হল এই ঘোটকী।

মার্গারিটার মতে, ঘোটকী নারীদের গুণের কারণেই স্বামীরা তাদের বশে থাকে। নিজেকে একজন ঘোটকী বলেই দাবি করেন তিনি। এর ভালো দিক অনেক। এমন নারীদের স্বামীরা কখনই কোনো বাজে অভ্যাস যেমন মদ, জুয়া, পরকীয়া, সিগারেটে আসক্ত হয় না। পাশাপাশি নিজের স্বামীকে বিভিন্ন ভালো কাজেও অনুপ্রাণিত করা যায়।

উদাহরণ হিসাবে তিনি নিজের স্বামীর কথা তুলে আনেন। পেশায় চিকিৎসক স্বামীকে তিনি আমেরিকায় পাঠানোর ব্যবস্থা করেন, তাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কাজে পথ দেখান। যা তার স্বামীর কর্মজীবনে সাফল্য এনে দিয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ