ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিয়ের আগে যে প্রশ্নগুলো অবশ্যই করবেন সঙ্গীকে

প্রকাশনার সময়: ২৬ ডিসেম্বর ২০২১, ০৭:২৩
সংগৃহীত ছবি

বিয়ের মাধ্যমে দুই হাত এক করে নেয়া হয় সারা জীবন একসঙ্গে থাকার শপথ নিয়ে। তাই এ সম্পর্কে দুজনের মনের মিল খুবই জরুরি। তবে বিয়ের সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই জীবনসঙ্গীর ভাল-মন্দ সম্পর্কে জানা উচিত। কারণ বিয়ের আগে কিছু কথোপকথন আবশ্যিক।

জেনে নিন বিয়ের আগে আপনার জীবনসঙ্গীকে যে প্রশ্নগুলো অবশ্যই করবেন_

এক. বিয়ের আগে সঙ্গীর অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করুন। দাম্পত্য জীবনে পরস্পরের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আগে থেকেই জানা জরুরি। আর্থিক অবস্থা ভাল হোক বা খারাপ দুই জনে কীভাবে এগিয়ে যেতে চান তা বিয়ের আগেই আলোচনা করে নেয়া উত্তম।

দুই. বিয়ের পরপরই সন্তান নিতে হবে, এ ধারণা অনেক পুরোনো। সন্তানধারণ নিয়ে হবু স্ত্রীর মতামত কী সেটিও জানা জরুরি। অসম্মতি থাকলে আলোচনা করুন।

তিন. যৌন জীবন নিয়েও আলোচনা করা অবশ্যই উচিত। কারণ সুস্থ যৌন জীবন সুস্থ দাম্পত্যের চাবিকাঠি, কাজেই লজ্জা না করে স্পষ্টভাবে এ বিষয়েও কথা বলুন।

চার. পরস্পরের মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলুন একে অন্যের সঙ্গে। সঙ্গীর নিরাপত্তাহীনতা বা মানসিক অবসাদে আপনার ভূমিকা কী হবে তা নিয়ে ধারণা থাকলে দাম্পত্য কলহ কমবে।

সর্বশেষ বিয়েতে অনেক ক্ষেত্রেই দুই জন মানুষ ছাড়াও জড়িয়ে থাকে দুটি পরিবার। দুই জনের পরিবারের মধ্যে রসায়ন কেমন হবে তাও আগে থেকে জেনে নেয়া উত্তম হবে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ