ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কখনোই ভেজা চুলে যে কাজগুলো করবেন না

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২১, ০৫:২৫

ভেজা অবস্থায় চুল ও চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকে, তখন চুল চিরুনি দিয়ে আচঁড়ানো হলে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়

কম-বেশি সবারই অভিযোগ থাকে চুল ঝরে যাওয়া নিয়ে। কিন্তু, কখনো কি ভেবে দেখেছি চুলের এ সমস্যাগুলোর জন্য আমাদের কিছু ভুল পদক্ষেপই দায়ী!

আমরা প্রায়ই ভেজা চুলে এমন কিছু করে থাকি, যা আমাদের চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। আর সে কারণেই চুল ঝরা, চুল ফাটা, জট পেকে যাওয়া, চুল ড্যামেজ হওয়ার মতো নানান সমস্যা দেখা দেয়।

আসুন জেনে নেই ভেজা চুলের যত্নে কোন কোন বিষয়গুলো আমরা এড়িয়ে চলব :

ভেজা চুল আঁচড়ানো

আমরা অনেকেই ভেজা অবস্থায় চুল আঁচড়ে থাকি। কিন্তু, তা মোটেই ঠিক নয়। কারণ ভেজা অবস্থায় চুল ও চুলের গোড়া অত্যন্ত দুর্বল থাকে। তখন চুল চিরুনি দিয়ে আচঁড়ানো হলে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হয়। তাই ভেজা চুল আঁচড়ানো এড়িয়ে চলতে হবে, চুল পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত চুল না আঁচড়ানোই ভালো।

ভেজা চুলে হিট না করা

চুলের স্টাইলিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় হেয়ার ড্রায়ার, হেয়ার কার্লার, হেয়ার স্ট্রেটনার ব্যবহার করে থাকি। যা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে ভেজা চুলে এগুলো ব্যবহার করলে তা চুলের জন্য আরও ক্ষতিকর। ভেজা চুলে হিট করলে চুল পুড়েও যেতে পারে।

ভেজা চুলে ঘুমানো

ভেজা চুলে কখনোই ঘুমানো উচিত না, এতে চুল ভেঙে যায়। এমনকি চুলের গোড়াও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভেজা চুল বাঁধা

ভেজা অবস্থায় চুলের গোড়া এমনিতেই দুর্বল থাকে। এ অবস্থায় চুল বাঁধলে তা চুলের জন্য ক্ষতিকর।

ভেজা চুলে হেয়ার স্প্রে লাগাবেন না

ভেজা চুলে হেয়ার স্টাইলিং স্প্রে ব্যবহার করা চুলের জন্য ক্ষতিকর। কিন্তু, শুকনো চুলে স্প্রে করলে চুল সুরক্ষিত থাকে এবং খুব সহজেই হেয়ার স্টাইলিং করা যায়।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ