ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে টিপস মানলেই দৃঢ় হবে সম্পর্ক

প্রকাশনার সময়: ০৪ নভেম্বর ২০২৪, ১৯:৪৬

সম্পর্কে দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । আজকাল মানুষে মানুষে দৃঢ় সম্পর্কের বড় অভাব । এই আছে এই নাই। প্রেমের সম্পর্কের কথাই ধরুন না। এই চুন থেকে পান খসলেই যেন সম্পর্কের ইতি । একটা সম্পর্কে ইতি কেবল সম্পর্কের ইতি-ই ঘটায় না ,বরং এটি মানসিক ও দৈহিক ক্ষতিও সাধন করে।

তবে চাইলেই পারেন সম্পর্ক শক্তিশালী করতে। এ চারটি টিপস আয়ত্ত করুন, দৃঢ় হবে সম্পর্কঃ

১। কথোপকথনের মাত্রা বাড়ান: সৎভাবে এবং খোলা মনের সঙ্গে যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ। কোনও ভয় বা দ্বিধা ছাড়াই চিন্তাভাবনা, অনুভূতি এবং উদ্বেগ প্রকাশ করতে পারা খুবই গুরুত্বপূর্ণ । কেননা, খোলামেলা কথা বলা যেকোনও সম্পর্কের ভিত্তি।

২। সঙ্গীকে অধিক সময় দিন: দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকা দম্পতিরা একে অপরের সঙ্গে সময় কাটানো বেশ গুরুত্বপূর্ণ ।ব্যস্ত জীবনযাত্রার মধ্যে, মানসম্পন্ন সময় কাটানো একটি চ্যালেঞ্জ হলেও সম্পর্কে কোয়ালিটি টাইমকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। শুধুমাত্র কোনও স্পেশাল কোনও তারিখ বা ডেট করে সময় কাটানোর চেয়ে নিয়মিত সঙ্গীকে সময় দেয়া সম্পর্ক শক্তিশালী করতে অধিক ভুমিকা রাখবে ।

৩। একে অপরকে শ্রদ্ধা এবং প্রশংসা করুন: যেকোনও সম্পর্কে সম্মান এবং প্রশংসা একটি বড় নিয়ামক । তাই কোনও ভালো কাজে যেমন প্রশংসা প্রয়োজন ঠিক তেমনি সঙ্গীকে শ্রদ্ধা করা খুবই গুরুত্বপূর্ণ ৷

৪। বিবাদ মিটিয়ে নিন: যে কোনও সম্পর্কে যে কোনো সময় বিবাদ হতেই পারে। তাই কোনও বিষয় নিয়ে বিবাদ হলে সেটি তাড়াতাড়ি মেটানো প্রয়োজন ৷ এতে সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে।

নয়া শাতাব্দী/ এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ