ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যথামুক্ত আপার লিপ করুন চিনির সাহায্যে

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২৪, ০০:০০

বেশিরভাগ নারী-ই তাদের মুখের অবাঞ্ছিত লোম নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এর থেকে রেহাই পেতে কেউ কেউ হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন। আবার অনেকেই পার্লারে গিয়ে থ্রেডিং কিংবা ওয়াক্স ব্যবহার করেন। যা ভীষণ যন্ত্রণাদায়ক।

তবে প্রাকৃতিক উপায়ে লোম উঠালে কোনো রকম ব্যথা সহ্য করতে হয় না। আর না পরবর্তীতে ঘন হওয়ার সম্ভাবনা থাকে। জানলে অবাক হবেন যে, রান্নাঘরে থাকা একটি উপাদান দিয়েই আপনি মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন। এতে ব্যথাও লাগবে না। সেই উপাদানটি হলো চিনি। চিনির সাহায্যে মুখের অতিরিক্ত লোম দূর করা খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক মুখের অবাঞ্চিত লোম দূর করতে কীভাবে ব্যবহার করবেন চিনি-

>> এক টেবিল চামচ কর্নস্টার্চ ও চিনির সঙ্গে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। মুখের অবাঞ্ছিত লোমের অংশে ব্যবহার করুন। এটি শুকাতে সময় দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। টানা কয়েকদিন মিশ্রণটি ব্যবহার করলেই প্রাকৃতিকভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ