ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শীতে নারীদের জন্য স্টাইলিশ পোশাক

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩

শীতকালে আরামের জন্য জ্যাকেট, সোয়েটার, ব্লেজার পরে থাকে সবাই। তবে আরামের সাথে স্টাইলের ব্যাপারটাও ভাবতে হবে। বিশেষ করে পুরুষদের চেয়ে নারীরা স্টাইলিশ পোশাক বেশি পছন্দ করেন।

জেনে নিন শীতকালীন নারীদের স্টাইলিশ পোশাক সম্পর্কে-

কালজয়ী মখমলের পোশাক: মখমলের পোশাকে রাজকীয় একটি বিষয় আছে। শীতে মখমলের পোশাকের মাধ্যমে রাজকীয় পান্না সবুজ বা বেগুনিকে আলিঙ্গনের স্বাদ নিতে পারেন। কোনো পরিশীলিত সন্ধ্যার জন্য হিল ও আঁটসাঁট মখমলের একটি দারুণ সিলুয়েট পরে নিজের পোশাকে স্টাইলিশ ভাব আনা যায়।

আরামদায়ক সোয়েটার পোশাক: শীতের পোশাকের ক্ষেত্রে বিশ্বে সোয়েটার সর্বোচ্চ রাজত্ব করে। চঙ্কি নিটস বা মেরিনো উলের স্নিগ্ধতার স্নিগ্ধ আলিঙ্গনে নিজেকে আচ্ছন্ন করে নেয়া যায়। এইক্ষেত্রে বিভিন্ন টেক্সচার বা প্লেফুল প্যাটার্ন বেছে নেয়া যেতে পারে। সোয়েটার একটি ফ্যাশনেবল লুকের সাথে আপনাকে স্নিগ্ধ থাকতে সাহায্য করে।

লেয়ার ফ্রেন্ডলি স্লিপ ড্রেস: আইকনিক স্লিপ পোষাক, যা শীতকালের জন্য আশ্চর্যজনকভাবে লেয়ারিংয়ের জন্য একটি ক্যানভাস হয়ে ওঠে। নিজেকে আরও আকর্ষণীয় প্রকাশ করার জন্য সান্ধ্য আয়োজনে হিলের সাথে গলায় নেকলেস জড়িয়ে এই পোশাক পরা যায়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ