ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

যেভাবে গোলাপ পিঠা তৈরি করবেন

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭

বাঙালি খাবারের আয়োজনে পিঠা না থাকলে স্বাদের পূর্ণতা পায় না যেন। শীত আসলেই নানান ধরনের পিঠা বানানো ধুম পড়ে যায়। একেক পিঠার আবার একেক স্বাদ। তেমনই একটি পিঠা হলো গোলাপ পিঠা

জেনে নিন গোলাপ পিঠা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- ২ কাপ

তরল দুধ- আড়াই কাপ

লবণ- সামান্য

চিনি- দেড় কাপ

পানি- ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

একটি পরিষ্কার হাঁড়িতে দুধ ঢেলে চুলায় ফুটতে দিন। দুধের সঙ্গে সামান্য লবণ মেশান। অনেকে মিষ্টি পিঠায় লবণ দেন না। এতে পিঠার স্বাদ ঠিকভাবে আসে না। তাই লবণ মেশাতে হবে। এরপর দুধ ফুটে উঠলে তাতে ময়দা ঢেলে ডো তৈরি করুন। নামিয়ে ভালো করে মথে নিন। অপর একটি হাঁড়িতে চিনি ও পানি জ্বাল দিন। ভালো করে ফুটিয়ে নিন। সিরা তৈরি হলে নামিয়ে রাখুন। এবার ডো থেকে বড় রুটির মতো বেলে নিন। সেই বড় রুটি থেকে ছোট ছোট তিনটি রুটি কেটে ভাঁজ দিয়ে গোলাপ তৈরি করুন। এরপর গোলাপ পিঠাগুলো ডুবো তেলে ভেজে সিরায় দিয়ে তুলে নিন। এবার পরিবেশন করুন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ