ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শ্যাম্পুতে যে উপাদান থাকলে বাড়বে চুল পড়া

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২৩, ১৫:৪৬

চুল পড়ার জন্য অনেকে উদ্বিগ্ন থাকেন। কি ব্যবহার করলে চুল পড়া কমবে এই চিন্তায় অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করেন। পাশাপাশি ব্যবহার করেন অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু। এতে কোনো কোনো সময় হিতে বিপরীত হয়। উল্টো চুল পড়া বাড়তে থাকে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। এর চেয়ে বেশি পড়লে তা চিন্তার কারণ।

জেনে নিন শ্যাম্পুতে যে উপাদান থাকলে বাড়বে চুল পড়া-

সালফেট : একটি সিনথেটিক যৌগ সালফেট। এটি সাধারণত পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। শ্যাম্পুর বোতলের গায়ে প্রায়ই সোডিয়াম লরেট সালফেট এবং সোডিয়াম লরেথ সালফেট নামক দুটি যৌগের নাম দেখা যায়। এই দুটি যৌগের কারণেই শ্যাম্পুতে ফেনা হয়। এই উপাদানগুলো মাথার ত্বক থেকে ধুলো-ময়লা, অতিরিক্ত তেল পরিষ্কার করলেও চুলের যথেষ্ট ক্ষতি করে।

প্যারাবেন : শ্যাম্পুর মধ্যেই নানা রকম ভেষজ থাকে। দীর্ঘদিন বোতলবন্দি হয়ে থাকায় শ্যাম্পুর মধ্যে ব্যাকটেরিয়া বা ছত্রাক বাসা বাঁধতে পারে। শ্যাম্পু যেন নষ্ট না হয়, তাই ব্যবসায়িক স্বার্থেই শ্যাম্পুতে প্যারাবেন নামক উপাদান দেওয়া হয়। এই রাসায়নিকটি চুলের যথেষ্ট ক্ষতি করে।

সিলিকন : চুলের আর্দ্রতা ও মসৃণতা ধরে রাখার জন্য শ্যাম্পুতে সিলিকন নামক একটি রাসায়নিক দেওয়া হয়। অসাবধানতায় এই রাসায়নিকটি মাথার ত্বকে যদি থেকে যায়, তবে চুলের ফলিকলের মুখ বন্ধ হয়ে যায়। ফলে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে খুশকির উপদ্রব বাড়ে।

তাই এখন থেকে শ্যাম্পু ব্যবহারের আগে এই উপাদানগুলো আছে কি না দেখে নিন। আর না হলে সামান্য ভুলে চুল হারাতে হবে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ