ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চুল পাকা রোধে যেসব খাবার খাবেন

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৩

অল্প বয়সেই অনেকের চুল পাকে। এতে বয়স্ক দেখায়। বয়স ছাড়াও বিভিন্ন কারণে চুলে অকালপক্বতা দেখা দেয়। তবে যে কারণেই হোক প্রতিরোধ করাটাই জরুরি। চুল পাকা প্রতিরোধে বেশকিছু খাবার বেছে খেতে পারেন, যা আপনার চুল পাকা রোধে সহায়তা করতে পারে।

জেনে নিন চুল পাকা রোধে যেসব খাবার খাবেন-

বর্তমানে এই চুল পাকা সমস্যায় অনেকেই ভোগেন। এমনকি, স্কুলপড়ুয়াদের মধ্যেও চুল পেকে যাওয়ার প্রবণতায় অবাক হতে হয়। অকালবার্ধক্য বা অকালপক্বতার কারণ হিসেবে উঠে আসে বহু পরিস্থিতি। বংশগতি, জিনগত সমস্যা, স্ট্রেস, ডায়েটসহ একাধিক পরিস্থিতি উঠে আসে। এই কারণগুলোর মধ্যে সবকিছু আমাদের হাতে থাকে না। কিন্তু ডায়েট বা কী কী খাব, লাইফস্টাইল কেমন হবে, সে সব তো আমাদের নিয়ন্ত্রণে থাকে অবশ্যই।

ফোলিক অ্যাসিড গুরুত্বপূর্ণ। কেননা, যেখান থেকে ভিটামিন বি-৯ পাওয়া যায়। এটা ফোলেটের প্রাকৃতিক সম্ভার। ফোলিক অ্যাসিড ও ফোলেট ধরে রাখে মেলানিন। তাই বেশি করে খেতে হবে ঘন সবুজ শাকসবজি। পালংশাক, মেথিশাক, মটরশুটি খান। ডায়েটে রাখুন বিনস, ডাল, সূর্যমুখী ও কুমড়ো বীজ, কমলালেবু, আঙুর এবং লেবু।

ভিটামিন বি-১২-র জন্য খেতে হবে ডিমের কুসুম, ডেয়ারি প্রডাক্ট এবং মাশরুম।

চুল কালো রাখার জন্য শরীরে মেলানিনের যোগান বজায় রাখা প্রযোজনীয়। মেলানিনের জন্য নিয়মিত খেতে হবে তিল, কাজুবাদাম, আমন্ড, গোটা দানাশস্য। কারণ এই খাবারে কপার বা তামা থাকে।

কপারের জন্য খেতে হবে মাংস ও মিষ্টি পানির মাছ। মেলানিন ধরে রাখতে দরকার জিঙ্ক। চুলের ফলিকলে ক্ষতি রুখে দেয় এই উপাদান। নতুন কোষ জন্মাতে সাহায্য করে।

কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, কালো তিল খেতে হবে জিঙ্কের জন্য। এ ছাড়াও পেস্তা, কালো চানাও ঘুরিয়ে ফিরিয়ে খান শরীরে জিঙ্কের যোগান বজায় রাখতে।

নয়া শতাব্দী/এসএ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ