শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ত্বকের উজ্জ্বলতায় বেসনের স্ক্রাব

প্রকাশনার সময়: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৬

ত্বকের যত্নে সেই পুরোনো সময় থেকে ব্যবহার হয়ে আসছে বেসন। বেসন ব্যবহারে মুখে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। বেসন ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এছাড়া ত্বকের মৃত কোষ দূর করতেও ভীষণভাবে সাহায্য করে এই উপাদান। গভীরভাবে ত্বকের ছিদ্রে জমে থাকা ময়লা পরিষ্কার করতে এর জুড়ি নেই। নিয়মিত বেসন ব্যবহারে ত্বক কোমল ও উজ্জ্বল হয়।

বেসন দিয়ে অনেক ধরনের স্ক্রাব তৈরি করতে পারেন। যা ত্বকের একাধিক সমস্যা থেকে মুক্তি দেবে।

জেনে নিন কী কী উপায়ে বেসনের স্ক্রাব তৈরি করতে পারেন-

বেসন এবং গোলাপজল : একটি পাত্রে ২ চামচ বেসন নিন। এতে কিছুটা গোলাপ জল মেশান। এবার স্ক্রাবটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। এই স্ক্রাব ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর পরিষ্কার করুন। সপ্তাহে দু’বার বেসন এবং গোলাপ জলের স্ক্রাব ব্যবহার করতে পারেন।

বেসন এবং কাঁচা দুধ : একটি পাত্রে ২ চামচ বেসন নিন। এতে কাঁচা দুধ মেশান। দুধ ও বেসন দিয়ে স্ক্রাব দিয়ে ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। অন্তত দশ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। এই স্ক্রাব আপনার ত্বককে নরম, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে সাহায্য করবে।

বেসন এবং লেবুর রস : ত্বকের জন্য বেশ প্রয়োজনীয় এই স্ক্রাব। এটি বানাতে একটি পাত্রে ২ চামচ বেসন নিন। এতে কিছুটা লেবুর রস যোগ করুন। এবার এতে সামান্য জল দিন। মিশ্রণটি ভাল করে মিশিয়ে নিন, তাহলেই স্ক্রাব তৈরি হয়ে যাবে। এই স্ক্রাব দিয়ে ত্বক ম্যাসাজ করে নিন। কয়েক মিনিট ম্যাসাজ করলেই হবে। মুখে প্রাকৃতিক আভা আনতে সপ্তাহে দুইবার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।

বেসন এবং শসার রস : একটি শসা গ্রেট করুন। এতে ১ চামচ বেসন মেশান। এবার মিশ্রণটি দিয়ে মুখ ও ঘাড়ে ম্যাসাজ করুন। ত্বককে এক্সফোলিয়েট করতে কিছুক্ষণ ম্যাসাজ করুন। কোমল এবং স্বাস্থ্যকর ত্বকের পেতে, সপ্তাহে দুইবার ঘরে তৈরি এই ফেস স্ক্রাবটি ব্যবহার করতে পারেন।

নয়া শতাব্দী/এসএম/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ