শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

যে পাঁচ উপকরণ কখনো ত্বকে ব্যবহার করবেন না

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২৩, ১৮:০৮
ছবি: প্রতীকী

রান্নাঘরের সব উপাদানই যে আমাদের ত্বকের জন্য নিরাপদ তা কিন্তু নয়। ত্বকের যত্নে ঘরোয়া উপাদান ব্যবহারের ক্ষেত্রে কিছু উপকরণ বাদ দিতে হবে। রান্নাঘরে থাকা সেসব উপাদান আমাদের ত্বকের ক্ষতির কারণ হতে পারে।

চলুন তবে জেনে নেওয়া যাক কোন উপকরণগুলো কখনোই মুখে ব্যবহার করবেন না-

নানা রকম মসলা : বিভিন্ন ধরনের মসলা খেলে তা আমাদের সুস্থ রাখার জন্য কাজ করে। সেজন্য মসলা ব্যবহার করতে হবে রান্নায়। তাই বলে মুখে সেসব মসলা মেখে বসে থাকলে উপকার পাবেন না। কেবল হলুদ ছাড়া অন্য কোনো মসলা ত্বকে ব্যবহার করবেন না। এতে উপকারের বদলে ক্ষতি বেশি হবে।

বেকিং সোডা : বেকিং সোডা সাধারণত খাবার ফোলানো ও মচমচে করার কাজে ব্যবহার করা হয়। অনেকে আবার ব্রণ দূর করার কাজে ব্যবহার করেন এই উপাদান। তবে এটি আমাদের ত্বকের জন্য মোটেই উপকারী নয়। মুখে বেকিং সোডা ব্যবহার করলে তা নানাভাবে ক্ষতি করতে পারে। তাই ত্বকের যত্নে এটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।

আপেল সাইডার ভিনেগার : আপেল সাইডার ভিনেগারের অনেক গুণের কথা জানা আছে নিশ্চয়ই? কিন্তু এটি কখনো ত্বকে প্রয়োগ করা উচিত নয়। কারণ এর ব্যবহারে ত্বকে নানা ধরনের সমস্যা যেমন- জ্বালা করা, ব়্যাশ এবং চুলকানিও পর্যন্ত হতে পারে। তাই রান্নাঘরের এই উপকরণ রূপচর্চার কাজে যোগ করা যাবে না।

লেবুর রস : লেবু ভিটামিন সি সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শরীরের আরও অনেক উপকারে আসে একথা প্রায় সবারই জানা। কিন্তু এই লেবুর রসই ত্বকে সরাসরি প্রয়োগ করা বেশ ক্ষতিকর। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর কারণ হলো, লেবুর রস অ্যাসিডিক। তাই এটি ত্বকে সরাসরি প্রয়োগ করলে নানা সমস্যা দেখা দিতে পারে।

দারুচিনি : রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে কাজ করে দারুচিনি। এর আছে অনেক রকম উপকারিতাও। তবে ত্বকের যত্নে কখনোই দারুচিনি ব্যবহার করবেন না। ঝাঁঝালো এই উপাদান মুখে লাগলে তা জ্বালাপোড়ার কারণ হতে পারে। সেইসঙ্গে ত্বকে দেখা দিতে পারে নানা রকম সমস্যা। তাই রূপচর্চার ক্ষেত্রে এই উপাদান এড়িয়ে চলুন।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ