কোরবানির মাংস খাওয়ার সময় অসতর্কতায় ঝোল পড়ে কাপড়ে দাগ লেগে যায়। অনেক চেষ্টা করেও অনেকে কাপড় থেকে দাগ তুলতে ব্যর্থ হন। অবশ্য কয়েকটি কৌশল জানলে এই কাজটি খুব সহজেই করা যায়। তাহলে জেনে নেওয়া যাক কৌশলগুলো-
১. অর্ধেক কাপ ভিনেগার পোশাকের দাগ লাগা জায়গায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। উঠে যাবে দাগ।
২. দাগের ওপর খানিকটা লেবুর রস ও লবণ ভালো করে লাগিয়ে কিছুক্ষণ ঘষলে দাগ উঠে যাবে।
৩. দাগ লাগা অংশের নিচে একটা ব্লটিং পেপার ধরুন এবং দাগের ওপরে ট্যালকম পাউডার ছড়িয়ে পরিষ্কার রুমাল দিয়ে ঘষতে থাকুন।
৪. পানিতে লেবুর রস মিশিয়ে সামান্য গরম করে কিছুক্ষণ পোশাকটি সেই পানিতে ডুবিয়ে রাখলেই উঠে যাবে দাগ।
নয়া শতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ