ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

কে এই নতুন শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট?

প্রকাশনার সময়: ১৫ ডিসেম্বর ২০২২, ১১:২৭

বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এতোদিন প্রথম নামটি ছিল ইলন মাস্কের। এবার তাকে টপকে শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানে প্যারিসের এলভিএমএইচের কর্ণধার বার্নার্ড আর্নল্ট।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০০ কোটি ডলার। তার চেয়ে ৭২ বছর বয়সী আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার, যা ইলন মাস্কের চেয়ে ১০০০ কোটি ডলার বেশি।

জানা গেছে, ইলন মাস্কের ইলেকট্রিক কার কোম্পানি টেসলার শেয়ারের দাম হঠাৎ পড়ে যাওয়ায় তার মোট সম্পদের মূল্য কমে গেছে, যে কারণে শীর্ষ ধনীর তালিকার প্রথম স্থান হারাতে হয়েছে তাকে। যদিও এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও মাস্কের নাম এ তালিকার দ্বিতীয় স্থানে নেমেছিল।

তবে দীর্ঘদিনের চেষ্টায় এই প্রথম বিলাসী পণ্যের গ্রুপের কর্ণধার আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নিজেকে প্রথম স্থানে তুলে আনতে পেরেছেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ