পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর গোলাগুলিতে সাতজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাকিস্তানের ৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। নিহত অন্যজন আফগান বাহিনীর সদস্য। এছাড়াও আহত হয়েছেন দুই দেশের অন্তত ২৭ জন।
স্থানীয় সময় রোববার (১১ ডিসেম্বর) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চামান শহরে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত কয়েক দিন ধরে বেশ কয়েকটি ভয়াবহ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের সাথে পাকিস্তানের উত্তেজনা দেখা দেয়। দুই দেশের মধ্যে সীমান্ত বাণিজ্যের জন্য এই চামান শহর ব্যবহার করা হয়।
মূলত আফগান সীমান্তে নতুন চেকপয়েন্ট স্থাপন নিয়ে পাকিস্তানি ও তালেবান বাহিনীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের কান্দাহারের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ।
কান্দাহার পুলিশের মুখপাত্র হাফিজ সাবের জানান, সংঘর্ষে আফগান বাহিনীর এক সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সূত্র : রয়টার্স
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ