ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

কাবুল দখল করে যে পরিকল্পনা জানাল তালেবান

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ২০:৫১

আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে আফগানিস্তান নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন তালেবান। রয়টার্সের বরাদ দিয়ে তালেবান বলছে, কাবুল সরকারের সঙ্গে যারা কাজ করেছে তাদের ওপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহেল শাহীন জানান, আগামী কয় দিনের মধ্যে প্রথমত, আমরা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাই। দ্বিতীয়ত, মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করবে।তৃতীয়ত, যারা কাবুল সরকারের সঙ্গে কাজ করেছে আমরা তাদের ওপর কোনো ধরনের প্রতিশোধ নেব না।

তালেবানের এই নেতা আরও বলেন, আমরা চাই সকল বিদেশি দূতাবাস তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখুক। কূটনীতিকদের কোনো ভয় নেই। সবাই পূর্বের মতো কাজ করবে।

এ সময় তিনি আশরাফ গানিসহ আফগানিস্তানের নেতাদের তালেবানের সঙ্গে কাজ করার আহ্বান জানান

নয়া শতাব্দী/জেআই/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ