ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দেশ ছেড়ে পালালেন আফগান প্রেসিডেন্ট

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ২০:১২ | আপডেট: ১৫ আগস্ট ২০২১, ২০:১৮

অবশেষে দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। খবর: টাইমস নাউ

আন্তর্জাতিক গণমাধ্যম টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় আশরাফ গানি তার একটি দলসহ বিমানে করে দেশ ছাড়ছেন।

রোববার (১৫ আগস্ট) তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়ে। এরপর আশরাফ গানি পদত্যাগ করলে আলী আহমদ জালালীকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে রাষ্ট্রপতি গনির একটি রেকর্ডেড ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার অঙ্গীকার করেছিলেন।

এদিকে আশরাফ গানির পদত্যাককে ঘিরে দেশটির নতুন প্রেসিডেন্ট কে হতে পারে তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার। ৫৩ বছর বয়সী এ তালেবান নেতা আফগানিস্তানে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা।

নয়া শতাব্দী/জেআই/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ