ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে : পুতিন

প্রকাশনার সময়: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:১০ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:১৪
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : আনাদুলু এজেন্সি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ছে। তবে প্রথমে কখনো পরমাণু হামলা চালাবে না। কারণ, রাশিয়া ‘পাগল হয়ে যায়নি’। ইউক্রেনে দীর্ঘ সময়ের জন্য রাশিয়া যুদ্ধ করবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রাশিয়ার বার্ষিক মানবাধিকার কাউন্সিলের বৈঠকে বুধবার (৭ ডিসেম্বর) এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট।

পরমাণু হামলার আশঙ্কা বেড়ে যাওয়ার ব্যাপারে পুতিন বলেছেন, ‘এমন হুমকি বেড়ে চলছে। এটি লুকানো ভুল হবে। আমরা প্রথমে পরমাণু হামলা চালাব না এবং কাউকে পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দেব না। রাশিয়া পাগল হয়ে যায়নি। আমরা জানি পরমাণু অস্ত্র কি।’

এছাড়া তিনি জানিয়েছেন রাশিয়ার কাছে বিশ্বের সর্বাধুনিক পরমাণু অস্ত্র আছে। কিন্তু রাশিয়ার পরমাণুনীতি যুক্তরাষ্ট্রের মতো না। তার দাবি, মার্কিনিরা তাদের পরমাণু অস্ত্র তুরস্কসহ ইউরোপের অন্যান্য দেশেও মজুদ রেখেছে। যা রাশিয়া করেনি।

সূত্র: বিবিসি

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ