মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে করা একটি মামলা খারিজ করা হয়েছে।
২০২০ সালে সালমানের বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিজ। তবে স্থানীয় সময় মঙ্গলবার (০৬ ডিসেম্বর) মামলাটি খারিজ করে দিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি নির্বাহী আদালত।
যদিও বিচারক বলেছেন, তিনি মামলাটি খারিজে রাজি ছিলেন না। কিন্তু বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বাইরে গিয়ে তিনি কিছু করতে পারেন না।
উল্লেখ্য, ২০১৮ সালের ০২ অক্টোবর খাসোগিকে তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়।
সূত্র : রয়টার্স
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ