ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

জালালাবাদও তালেবানের হাতে

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ১৪:১৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২১, ১৪:২৭

ভেঙে পড়া আফগান সরকার কর্তৃক নিয়ন্ত্রিত অঞ্চল রবিবার জালালাবাদ শহরকে তালেবানরা বিনা লড়াইয়ে দখল করে নিয়েছে। আর যুক্তরাষ্ট্র তার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে আরও সৈন্য পাঠিয়েছে।

স্থানীয় সরকারি কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর ফলে দেশের বড় শহরগুলোর মধ্যে এখন শুধু রাজধানী কাবুলেরই নিয়ন্ত্রণ আছে আফগান সরকারের হাতে। যদিও জালালাবাদ দখলের মাধ্যমে কাবুলকে পূর্ব দিক থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

কাবুল, কান্দাহার, হেরাত, মাজার-ই-শরিফের পর আফগানিস্তানের পঞ্চম বৃহৎ শহর জালালাবাদ।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার সকালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান। গভর্নরের কার্যালয়ে পতাকা ওড়ানোর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে গোষ্ঠীটি।

জালালাবাদভিত্তিক এক আফগান কর্মকর্তা জানিয়েছেন, শহরে কোনো সংঘাত-সহিংসতা হয়নি। কারণ তার আগেই বাহিনী নিয়ে আত্মসমর্পণ করেছেন গভর্নর।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ