ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ভিডিওকলের সময় খেলার ছলে শিশুর গুলি, মায়ের মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ০৯:১৯ | আপডেট: ১৫ আগস্ট ২০২১, ১৩:৫৭

জুম মিটিংয়ের সময় খেলার ছলে শিশুর ছোঁড়া গুলিতে মৃত্যু হয়েছে মায়ের। গুলির করার সময় মা জুম মিটিংয়ে থাকায় গুলি করার বিষয়টি লক্ষ্য করেননি বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শামাইয়া লিন (২১) নামে নামে এক নারী স্থানীয় সময় বুধবার রাতে জুম মিটিংয়ে অফিসের কাজ করছিলেন। বাসায় থাকা লোড করা একটি পিস্তল নিয়ে শিশুটি খেলার ছলে তার মাকে গুলি করে। লিন জুমে যে সহকর্মীর সাথে কথা বলছিলেন তিনি প্রথমে গুলির শব্দ শুনতে পান। পরে লিনের শরীর গড়িয়ে পড়তে দেখেন। পাশেরই লিনের ছেলেকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন ওই সহকর্মী।

সঙ্গে সঙ্গে ওই সহকর্মী যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা নাম্বার ৯১১ এ কল করেন। ওই সহকর্মীর কল পেয়ে পুলিশ আর চিকিৎসকরা এসে লিনকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু লিনের মাথায় গুলি লাগায় চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি বলে জানা গেছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লিনের স্বামী বাসায় অরক্ষিত অবস্থায় গুলি ভরা পিস্তল রেখে চলে গিয়েছিলেন। মা জুম মিটিংয়ে ব্যস্ত থাকার সুযোগে কোনোভাবে তাদের শিশু সন্তান পিস্তলটির নাগাল পেয়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নয়া শতাব্দী/এসইউ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ