ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

গুজরাটে ভোটগ্রহণ চলছে

প্রকাশনার সময়: ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:১৬ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২, ১০:৩১

দ্বিতীয় দফায় ভারতের গুজরাটে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। এই দফায় ৯৩টি আসনে ভোট নেয়া হচ্ছে।

সোমবার (০৫ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮ থেকে শুরু হয় ভোটাভুটি, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এদিকে রোববার (০৪ ডিসেম্বর) আমদাবাদে গিয়ে মা হীরাবেন মোদির সাথে দেখা করে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফাতেই ভোট দেবেন প্রধানমন্ত্রী ও তার মা। আমদাবাদে সকাল সাড়ে ৮টা নাগাদ তাদের ভোট দেওয়ার কথা। ভোট দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

এর আগে গত ১ ডিসেম্বর গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে। মূলত পাকিস্তান সীমান্তবর্তী কচ্ছ, উপকূলবর্তী জেলা ও মধ্য গুজরাটের কিছু জেলার মোট ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফায় যে কয়টি আসনে ভোটগ্রহণ হতে চলেছে, তার মধ্যে মধ্য এবং উত্তর গুজরাটের ১৪ জেলা রয়েছে। রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত জেলাগুলোও।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ