ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইংল্যান্ড-ওয়েলসে মুসলিম জনসংখ্যা বাড়ছে

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭
ছবি : ইসলাম টিকস

ব্রিটেনের ২০২১ সালের আদমশুমারির হিসাব গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। গণনায় দেখা গেছে, ব্রিটেনের ইতিহাসে প্রথমবার ইংল্যান্ড ও ওয়েলসে খ্রিষ্টান ধর্মাবলম্বী জনসংখ্যা মোট জনসংখ্যার অর্ধেকের চেয়েও কম সাব্যস্ত হয়েছে।

বার্তাসংস্থা এএফপির মাধ্যমে ব্রিটেনের জাতীয় জনসংখ্যা গণনা অধিদফতর (ওএনএস) সূত্রে জানা গেছে, ২০২১ সালে ১০ বছর পরে করা আদমশুমারিতে দেখা গেছে, মুসলিম ধর্মাবলম্বী জনসংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে।

২০০১ সালে ব্রিটেনের আদমশুমারি ফরমে ‘কোন ধর্মের অনুসারী’ প্রশ্নটি প্রথমবারের মতো সংযুক্ত করা হয়। যদিও এই প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যক নয়। কিন্তু প্রায় ৯৪ শতাংশ নাগরিক উক্ত প্রশ্নের উত্তর দিয়েছে।

ইংল্যান্ড ও ওয়েলসে ২ কোটি ৭৫ লাখ অর্থাৎ ৪৬.২ শতাংশ মানুষ নিজেকে খ্রিষ্টান হিসেবে পরিচয় দিয়েছে। যেটা ২০১১ সালের আদমশুমারির চেয়ে প্রায় ১৩.১ শতাংশ কম।

কোনো ধর্মের অনুসারী নয় (নাস্তিক) এমন পরিচয় দিয়েছে ২ কোটি ২২ লাখ নাগরিক। অর্থাৎ ৩৭.২ ভাগ। ২০১১ সালের চেয়ে এটা বেড়ে দাঁড়িয়েছে ১২ ভাগ বেশি। ফলাফল বলছে, ধর্মহীন মানুষের সংখ্যা ইংল্যান্ড-ওয়েলসে বৃদ্ধি পেয়েছে।

অপরদিকে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা ৩৯ লাখ বা মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ। ২০১১ সালের তুলনায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ১.৬ ভাগ। ২০১১ সালে জনসংখ্যার পরিমাণ ছিল ৪.৯ শতাংশ।

২০২১ সালের সর্বশেষ আদমশুমারিতে ইংল্যান্ড ও ওয়েলসে এখন ১০ লাখ হিন্দু, ৫ লাখ ২৪ হাজার শিখ, ২ লাখ ৭১ হাজার ইহুদি ও ২ লাখ ৭৩ হাজার বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছে। জনসংখ্যায় বৌদ্ধরা ইহুদিদের ছাড়িয়ে গেছে।

উল্লেখ্য, গ্রেটব্রিটেনের অন্তর্ভুক্ত ইংল্যান্ড ও ওয়েলস ব্যতীত অপর দুটি অঞ্চল স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের জনসংখ্যা গণনার জন্য পৃথকভাবে আদমশুমারি করা হয়েছে।

সূত্র : ইন্ডিপেন্ডেন্ট উর্দু ও ডেইলি জঙ্গ

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ