ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩, আহত ২৪

প্রকাশনার সময়: ৩০ নভেম্বর ২০২২, ১৪:৪১

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে পুলিশের একটি ভ্যানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২৪ জন। নিহতদের মধ্যে পুলিশের এক কর্মকর্তা ও বেসামরিক দুই নাগরিক রয়েছেন। আহতদের ২০ জনই পুলিশ সদস্য।

যে গাড়িটি লক্ষ্য করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি নিরাপত্তা কর্মকর্তাদের বহন করছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পোলিও টিকাদান কর্মসূচিতে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশের ওই সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

তালেবানরা গত জুনে সরকারের সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার দুদিন পরই বুধবার কোয়েটায় এই হামলা চালানো হলো। এর দায়ও স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় সশস্ত্র জঙ্গি সংগঠন ও আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের অনুসারী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

সোমবার শান্তি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পাকিস্তানজুড়ে হামলা চালাতে জঙ্গি সদস্যদের প্রতি আহ্বান জানায় টিটিপি।

সূত্র: ডন

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ