ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশকে ‘অখণ্ড ভারত’ ম্যাপে যুক্ত করে বিজেপি নেতার পোস্ট

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২১, ০১:৪১

কথিত ‘অখণ্ড ভারত’র মানচিত্রে বাংলাদেশকেও একীভূত করে বিজেপি নেতা দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তার এই পোস্টে সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার (১৪ আগস্ট) দিলীপ তার ভেরিফায়েড পেজে এ পোস্ট দেন।

সেখানে অদ্ভুত ধারণাপ্রসূত ‌আজ ১৪ আগস্ট অখণ্ড ভারতের সংকল্প দিবস, শপথ গ্রহণের দিন’ উল্লেখ করে কথিত ‘অখণ্ড ভারত’র একটি চিত্র দেন পশ্চিমবঙ্গ বিজেপির এই সভাপতি।

মানচিত্রের ওপরে লেখা, ‘কাশ্মীর হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, এই তো মোদের ভারতবর্ষ এই তো মোদের পূণ্যদেশ।’

দিলীপের এই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

অভিজিৎ শীল নামে একজন মন্তব্যের ঘরে লেখেন, ‘এসব উল্টাপাল্টা জিনিস বললে লোকে কিন্তু পাগল বলতে পারে...। যদি কোনো দেশ স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হতে চায় তবে সেটা হতেই পারে সংবিধান অনুযায়ী, কিন্তু এ রকম করে প্রতিবেশী বন্ধু দেশগুলোকে চটাবার কোনো দরকার নেই বলে আমি মনে করি।’

সপ্তর্ষি দত্ত নামে একজন উপহাস করে লিখেছেন, ‘আরে আরে মশাই আফগানিস্তান, থাইল্যান্ড, আর চীন ছেড়ে দিলে কেনো ওদেরকেও ম্যাপ-এ ঢোকা!’

শুভম পাল নামে একজন আরও এক কাঠি সরেস হয়ে লিখেছেন, ‘দাদা বলি ম্যাপটাকে টেনে টুনে কাতার অব্দি নিয়ে যান। সামনের বছর দেশে বসে লাইভ বিশ্বকাপ দেখতে পারবো।’

বিজেপি নেতা দিলীপ ঘোষের ফেসবুক স্ট্যাটাস

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ