ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

চীনে শি জিনপিংয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২২, ২৩:৩০

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় চীনে লকডাউন জারির প্রতিবাদে বিক্ষোভ জোরদার হচ্ছে। শনিবার (২৬ নভেম্বর) রাতে বিক্ষোভে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ দাবি করেছেন প্রতিবাদকারীরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লকডাউনের মধ্যে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের উরুমকিতে একটি আবাসিক ভবনে আগুনে ১০ জনের মৃত্যুর পর সেখানকার বাসিন্দারা লকডাউনবিরোধী বিক্ষোভ শুরু করেন। পরে তা দেশটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

চীনা কর্মকর্তারা লকডাউনের কারণে মৃত্যুর কথা অস্বীকার করেন। তবে তারা মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (২৬ নভেম্বর) রাতে সাংহাইয়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে চীনা প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। বেইজিং ও নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের প্রকাশ্যে ‘শি জিনপিং দায়িত্ব ছেড়ে দিন’, ‘কমিউনিস্ট পার্টি দায়িত্ব ছেড়ে দিন’ স্লোগান দিতে দেখা যায়।

কেউ কেউ সাদা ব্যানার হাতে নিয়ে বিক্ষোভে যোগ দেন। উরুমকির মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে কেউ হাতে নেন মোমবাতি, কারো হাতে ছিল ফুল।

চীনে সাধারণত দেশটির প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে স্লোগান বিরল ঘটনা। দেশটির আইন অনুযায়ী এ ধরনের সমালোচনা করার কঠোর শাস্তির বিধান রয়েছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ