ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

টিভিতে ভাষণে যা বললেন আফগান প্রেসিডেন্ট

প্রকাশনার সময়: ১৪ আগস্ট ২০২১, ১৯:৪০

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, তালেবান দেশটির কেন্দ্রীয় রাজধানী কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে রয়েছে। ঠিক সেই সময়ে প্রেসিডেন্ট আশরাফ গানি টিভিতে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘যুদ্ধ অবসানের চেষ্টায় আলোচনা চলছে। আন্তর্জাতিক অংশীদার ও স্থানীয় নেতাদের সাথে দেশের পরিস্থিতি নিয়ে পরামর্শ চলার কথাও বলেন তিনি।

আশরাফ গানি আরো বলেন, সামরিক ও নিরাপত্তা বাহিনীকে পুনরায় সংহত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ব্যাপারে জোরদার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানা যায়, আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ দখল করে তালেবান ক্রমশ রাজধানী কাবুলের দিকে ঝড়ের গতিতে এগিয়ে আসছে।

প্রেসিডেন্ট গানি তার ভাষণে তিনি পদত্যাগ করবেন কিনা বা বর্তমান পরিস্থিতির দায়দায়িত্ব নেবেন কিনা এমন কোন মন্তব্য করেননি কিংবা ইঙ্গিতও দেননি।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর দুটি ইতোমধ্যেই তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে, এবং রাজধানী কাবুল কার্যত ঘেরাও হয়ে পড়েছে। তালেবানের অগ্রাভিযানের মুখে যে আফগান সামরিক বাহিনী তেমন কোন প্রতিরোধই গড়তে পারছে না।

টিভিতে ভাষণের সময় প্রেসিডেন্ট আশরাফ গানিকে গম্ভীর দেখাচ্ছিল। তার পেছনে ছিল আফগানিস্তানের জাতীয় পতাকা। সূত্র: বিবিসি

নযা শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ