ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মসজিদে নববীতে নারীর সন্তান প্রসব

প্রকাশনার সময়: ২৬ নভেম্বর ২০২২, ১০:৪৭

পবিত্র মদিনায় মসজিদে নববীতে সন্তান প্রসব করেছেন এক নারী। সেখানে কর্মরত সৌদি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা এই বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

সংস্থাটি জানায়, একজন নারী মসজিদের আঙ্গিনায় প্রসব বেদনা অনুভব করেছিলেন।

এ প্রসঙ্গে সৌদি রেড ক্রিসেন্ট অথরিটির মদিনা শাখার মহা-পরিচালক ডা. আহমেদ বিন আলী আল-জাহরানি বলেন, আল-হারাম প্রাঙ্গনে অ্যাম্বুলেন্স সেন্টারের সাথে সংযুক্ত স্বেচ্ছাসেবক দল ওই নারীকে নিরাপদে সন্তান প্রসব করতে সাহায্য করেছে।

তিনি আরো জানান, স্বেচ্ছাসেবকরা যখন ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে গুরুতর অবস্থায় দেখতে পান। সেসময় শিশুর মাথা ইতোমধ্যে বেরিয়ে আসে। তখন স্বেচ্ছাসেবকরা তাকে সহযোগিতা করেন। সেখানে উপস্থিত একজন চিকিৎসক সহায়তা করার প্রস্তাব দেন। এরপর মা ও শিশুকে আরও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বাব জিব্রিল স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তরিত করা হয়।

সূত্র: সৌদি গেজেট

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ